ভিন রাজ্য থেকে বিভিন্ন ট্রেনে রাজ্যে আসছেন পরিযায়ী শ্রমিকরা। প্রশাসন বিভিন্ন স্কুলে তাঁদের কোয়রান্টিন করার ব্যবস্থা করছে। বর্ধমান শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত স্কুলকে কোয়রান্টিন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বর্ধমান শহরের ১৭ নং ওয়ার্ডের খাজা আনোয়ার বেড় কেএএস বেড় হাইস্কুলের ঘটনা।
এলাকাবাসীদের অভিযোগ, অত্যন্ত ঘন বসতিপূর্ণ এলাকা খাজা আনোয়ার বেড়। তা সত্ত্বেও এখানে বেড় স্কুলে কোয়রান্টিন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে। তারই প্রতিবাদে রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাঁদের দাবি, অবিলম্বে এখানে কোয়রান্টিন সেন্টার করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। যদিও এই বিষয়ে প্রশাসনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Like Us On Facebook