স্থানীয় বেকার যুবক-যুবতীদের চাকরির দাবিতে আসানসোল হাসপাতালে বিক্ষোভ দেখালেন আসানসোল গ্রামের বাসিন্দারা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। রোগী কল্যাণ সমিতির বৈঠক উপলক্ষে এদিন হাসপাতালে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক। তাঁর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে তাঁরা জমি দিয়েছেন। এলাকার খেলার মাঠ বিসর্জন দিয়ে জমি দান করলেও আজ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের চাকরির দাবি উপেক্ষা করে আসছেন। আশপাশের বিভিন্ন জেলা থেকে লোক নিয়োগ করা হলেও স্থানীয় শিক্ষিতদের চাকরি দেওয়া হয় নি। এরই প্রতিবাদে আজ তাঁরা বিক্ষোভে শামিল হয়েছেন। তাঁদের দাবি, যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের চাকরি দিতে হবে৷ এ বিষয়ে শনিবার স্থানীয়দের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন৷