পানাগড় বাজার, রেলপাড়, আমলাজোড়া, চাকতেঁতুল ও মানাচরের হাজার হাজার মানুষের পানাগড় ও কাঁকসা যাতায়াতের একমাত্র পথ পানাগড়-সিলামপুর রাজ্যসড়ক। বর্তমানে এই রাস্তা খানখন্দে ভরে গেছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, ২০১৩ সালে রাস্তার সংস্কার হলেও বর্তমানে এই সড়কের অবস্থা খুবই খারাপ।
পানাগড় বাজার ও রেলপাড় এলাকার বাসিন্দাদের অভিযোগ, ২০১৩ সালে পানাগড়-সিলামপুর রাজ্যসড়কের সংস্কার ও সম্প্রসারণ করা হয়। কিন্তু গত প্রায় দু’বছর ধরে দামোদর নদের বিভিন্ন বৈধ ও অবৈধ বালি খাদান থেকে শয়ে শয়ে ওভার লোডেড বালি বোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তার বেহাল দশা করে দিয়েছে। ফলে স্কুল-কলেজের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তাটিতে ওভার লোডেড বালি বোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দিয়ে রাস্তাটির সংস্কারের দাবি জানালেন কাঁকসার সমষ্টি উন্নয়ন দপ্তরের কাছে।