.

তীব্র গরমের মধ্যে প্রবল পানীয় জলের সঙ্কট চলছে অন্ডালের উখরার চুনারিপাড়া পঞ্চায়েত এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ বার বার বলা সত্ত্বেও পঞ্চায়েত স্থানীয় মানুষের পানীয় জলের সঙ্কট নিরসনে কোন উদ্যোগ নিচ্ছে না। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের দেওয়া টাইম কল গুলিও বহুদিন থেকেই অকেজো হয়ে পড়ে রয়েছে। প্রবল দাবদাহের মধ্যে এক-দু কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে অসুবিধায় পড়ছেন স্থানীয় মানুষ বলে অভিযোগ। তাই শুক্রবার উখরার চুনারিপাড়া পঞ্চায়েতের সদস্য নন্দিনী রায়ের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। পরে পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ স্থানীয় মানুষকে পানীয় জলের সঙ্কট নিরসনে প্রয়োজনীয় চেষ্টা করার আশ্বাস দিলে স্থানীয় মানুষ বিক্ষোভ তুলে নেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook