শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি পঞ্চায়েতের জোয়াল ডাঙা গ্রামে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সম্বর্ধনা দিতে গিয়ে দলীয় কর্মীরা রুপোর মুকুট মাথায় পড়িয়ে দেন। দলীয় কর্মীদের দেওয়া রুপোর মুকুট পড়েন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্বর্ধনা পেয়ে বলেন, ‘স্থানীয় মানুষ এবং দলীয় কর্মীরা নিজেরা চাঁদা দিয়ে ভালােবেসে উপহারটি দিয়েছেন আমাকে। তাই আমি সেটি গ্রহণ করেছি।’ রুপাের মুকুটটি স্থানীয় কালীমন্দিরে অর্পণ করা হবে বলে নরেন্দ্রনাথবাবু জানান। স্থানীয় তৃনমূল কংগ্রেস কর্মীরা এটিকে ভালোবাসার উপহার বলে দাবি করেন।
আয়ােজকদের পক্ষে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি কিরিটি মুখােপাধ্যায় জানান, নরেন্দ্রনাথবাবু একদিকে যেমন বিধায়ক, তেমনই তিনি এই এলাকার বাসিন্দাদের অভিভাবক। রুপাের মুকুট উপহার প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্বর্ধনায় নতুনত্ব কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। রুপুর মুকুটটির ওজন এক কেজি। তিনি আরও জানান, রুপাের মুকুটটির জন্য গ্রামের মানুষজন ও দলের কর্মীরা সবাই সাধ্যমত চাঁদা দিয়েছেন।