কাঁকসার বেলডাঙায় অমৃত কারখানায় যন্ত্রাংশ চুরি করতে গেলে স্থানীয় বাসিন্দারা হাতে নাতে দুই জনকে ধরে ফেলে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়। বুধবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে অমৃত কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রমিক বিক্ষোভ চলছে। এই অচলাবস্থার সুযোগে কারখানার যন্ত্রাংশ চুরি করতে বুধবার ৫ জনের এক চোরের দল কারখানায় ঢোকে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি আঁচ করে চোরের দলকে ঘিরে ধরে, ৩ জন পালিয়ে গেলেও ২ জন ধরা পড়ে যায়। ধৃতদের কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় বাসিন্দারা বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার এক নিরাপত্তা রক্ষীর যোগ সাজসে কারখানায় যন্ত্রাংশ চুরি করতে চোরের দল ঢোকে। ধৃত দুই জনের মধ্যে একজন নিরাপত্তা রক্ষী। নিরাপত্তা রক্ষী কাজে যোগ না দিয়ে নাকি চোরের দলের সঙ্গে চুরি করতে কারখানায় ঢোকে।