পানাগড় বাজারে নিকাশি নালা সাফাই না করার অভিযোগ উঠল। পানাগড় বাসস্ট্যান্ডের পাশে বসবাসকারী মানুষজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নালাগুলি পরিষ্কার করা হয় না।
স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েতকে বার বার বলেও কোন ফল হয়নি। এলাকার বিভিন্ন হোটেলের খাবার এই নালাতেই ফেলে দেওয়ার ফলে নিকাশি নালা নরক কুন্ডে পরিনত হয়েছে। দুর্গন্ধে এলাকার মানুষ বসবাস করতে পারছেন না বলে অভিযোগ। স্থানীয় মানুষের আরও অভিযোগ, এই নোংরা নিকাশি নালার জন্য এলাকায় মশা, মাছি সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে রোগজ্বালা বেড়েছে। তাছাড়া বর্ষার জলে নালা উপচে পড়া নোংরা জলে বাড়ি ভেসে যায়।
Like Us On Facebook