মিড-ডে মিলের খাবারে টিকিটিকি পড়ার অভিযোগ। খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪০ পড়ুয়া। পানাগড় মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অসুস্থ হয়ে পড়া পড়ুয়াদের পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যে।
জানা গেছে, বুধবার পানাগড় মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া মিড-ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর সবজিতে টিকিটিকি পাওয়া গেলে তা দেখে আরও বেশ কিছু পড়ুয়া বমি করতে শুরু করে। খবর পেয়ে স্কুলে আসেন অভিভাবকরা এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অসুস্থ পড়ুয়াদের পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। প্রভাতবাবু বলেন, ‘স্কুলের বাচ্চাদের মিড-ডে মিলে টিকটিকি পড়েছে। খাবারে বিষক্রিয়া ঘটেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। নজরদারির অভাব রয়েছে স্কুল কর্তৃপক্ষের। যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনা ফের না ঘটে তারজন্য আমি স্কুল কর্তৃপক্ষকে সতর্ক হতে বলেছি। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, অসুস্থ পড়ুয়ারা এখন ভালো আছে। ডাক্তারবাবুরা অসুস্থ বাচ্চাদের অবজারভেশনে রেখেছেন।’