গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। সরকারিভাবে বন্ধ রাখা হয়েছে সমস্ত মদের দোকানও। কালোবাজারে মদের চাহিদা এখন তুঙ্গে। সেই সুযোগ নিতে গোপনে মদের কারবার চালানোর অভিযোগে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে দুটি বৈধ মদের দোকান সিল করে দেওয়া হল।
বিধায়ক নিশীথ মালিক জানিয়েছেন, সরকারিভাবে ঘোষণা করেই সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা প্রতিনিয়ত প্রচার করছেন সাধারণ মানুষকে বাড়ির বাইরে অপ্রয়োজনে না বের হতে। কিন্তু গত কয়েকদিন ধরেই তাঁরা অভিযোগ পাচ্ছিলেন তাঁর বিধানসভা এলাকার হাটগোবিন্দপুর এবং গঞ্জ এলাকার দুটি মদের দোকান থেকে গোপনে মদ বিক্রি হচ্ছে এবং এলাকার কিছু যুবক তা কিনে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করছেন এবং খাচ্ছেন। নিশীথবাবু জানিয়েছেন, বিশেষ করে এই সমস্ত এলাকার মহিলারা তাঁদের কাছে এই মদের দোকান বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছিলেন। আর এব্যাপারে হাতেনাতে প্রমাণ পাওয়ার পরই তিনি আবগারি দফতর এবং পুলিশকে জানিয়ে ওই দুটি মদের দোকানকে সিল করে দিয়েছেন।