মাঠে ধান রোয়ার কাজ করার সময় বজ্রাঘাতে মৃত ১ আহত ১। গলসির বোলপুর গ্রামের ঘটনা। মৃতের নাম তকবির সেখ(৩৬)। আহতের নাম লালবর সেখ (৩৪)।দুজনেরই বাড়ি বীরভূমের নলহাটী থানার সাহেবনগর গ্রামে। লালবরকে ভর্তি করা হয়েছে পুরষা স্বাস্থ্যকেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূম থেকে গলসির গ্রামে ধান রোয়ার কাজ করতে এসেইলেন বেশ কিছু শ্রমিক। শনিবার সকালে মাঠে ধান রোয়ার কাজ করছিলেন তকবির ও লালবর সহ অন্যান্য শ্রমিকরা। তাঁরা যখন মাঠে কাজ করছিলেন তখন মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যে হঠাৎ তীব্র শব্দে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে জমিতে লুটিয়ে পড়েন তকবির ও লালবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তকবির সেখের। গুরুতর জখম অবস্থায় লালবর সেখকে পুরষা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
Like Us On Facebook