আকস্মিক বজ্রপাতে মৃত্যু হল স্ত্রীর এবং গুরুতর জখম স্বামী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামে। গুরুতর জখম স্বামী ও স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গুসকরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে স্ত্রী মঙ্গুলী বাগদিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং স্বামী বিকাশ বাগদিকে বর্ধমান হাসপাতালে স্থানানন্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামের দক্ষিণ মাঠে ধান রোয়ার কাজ করছিলেন দিনমজুর স্বামী-স্ত্রী মঙ্গুলী বাগদি ও বিকাশ বাগদি। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় মেঘের গর্জন। এরইমধ্যে বিকট শব্দ করে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মঙ্গুলী বাগদি ও বিকাশ বাগদি। স্থানীয়রা প্রচন্ড আওয়াজ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যান। তাঁরা দেখেন গুরুতর জখম অবস্থায় স্বামী-স্ত্রী মাঠে পড়ে আছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গুসকরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে মঙ্গুলি বাগদিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বিকাশ বাগদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আকস্মিক বজ্রপাতে মঙ্গুলী বাগদির মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উনিয়া গ্রামে।