শনিবার বিকেলে বর্ধমানের জামালপুরে বজ্রাঘাতে মৃত ৪ জনের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হল জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন ক্ষতিগ্রস্থদের পরিবারের হাতে এই আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনির্বাণ কোলে সহ জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম প্রমুখরা।

উল্লেখ্য, শনিবার বিকেলে প্রবল বজ্রপাতে জামালপুরে মারা যান ৪ জন এবং আহত হন ১জন। মৃতদের নাম রঞ্জিত গোয়ালা (৪০), অরুপ বাগ (৪০), শম্ভুচরণ দাস (৫২) ও অধীর মালিক (৪৯)। আহত ব্যক্তির নাম মনু আইরি। জামালপুর থানার গুড়েঘর গ্রামে বাড়ি রঞ্জিতের এবং অরূপের বাড়ি কাঁশরা গ্রামে। অপর মৃত শম্ভুচরণের বাড়ি জ্যোৎশ্রীরাম গ্রামে। অধীরের বাড়ি মুহুন্দর গ্রামে। বজ্রপাতে আহত মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক। তাঁর বাড়ি কালনা মহকুমার তিলডাঙ্গা গ্রামে। আহত মনু আইরি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ও আহত সকলেই কৃষিজীবি পরিবারের সদস্য। শনিবার দুপুরের পর থেকে ঘন্টা খানেক ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সাথে অস্বাভাবিক বজ্রপাত হয় জামালপুরে । তাতে ৪ জনের মৃত্যু হয়। একজন আহত হন। মৃত ও আহতরা সকলেই মাঠে কাজ করছিলেন।

রবিবার মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দে্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত এই ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যিনি আহত হয়েছেন তাঁকেও সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Like Us On Facebook