বাড়ির মেঝে রাস্তার থেকে নীচু হয়ে যাওয়ায় ফি বর্ষায় রাস্তা ও নর্দমার জল বাড়িতে ঢুকে সমস্যা তৈরি হচ্ছিল। সমস্যার সমাধান করতে একটি সংস্থাকে দিয়ে আস্ত বাড়িটা মাটি থেকে ৪ ফুট উঁচুতে তুলে দেওয়ার পরিকল্পনা করেন আসানসোলের মহিশীলা সানভিউ পার্কের বিকাশ চন্দ্র সাধু। এই অদ্ভুত দৃশ্য চাক্ষুষ করতে হাজির হয়েছেন এলাকার বাসিন্দারা।
পেশায় শিক্ষক বিকাশ চন্দ্র সাধু ২০০৩ সালে আসানসোলের মহিশীলা সানভিউ পার্কে বাড়ি তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে এলাকার রাস্তা তৈরি হলে, রাস্তার থেকে বাড়ির মেঝে নীচু হয়ে যাওয়ায় ফি বর্ষায় বাড়িতে রাস্তা ও নর্দমার জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হচ্ছিল৷ বিগত দু-তিন বছর ধরে এই সমস্যায় ভোগার পর তিনি সিদ্ধান্ত নেন, বাড়িটি না ভেঙে পুরো বাড়িটিকে মাটি থেকে কয়েক ফুট উপরে তুলে নেবেন৷ খোঁজখবর করে তিনি হরিয়ানার টিডিবিডি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি সংস্থার কথা জানতে পারেন। যারা আস্ত বাড়ি না ভেঙেই ভিত থেকে কয়েক ফুট তোলা বা কিছু দূরে সরিয়ে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। বিকাশবাবু ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
ওই সংস্থা বাড়ি না ভেঙে ও বাড়ির কাঠামোর কোনো ক্ষতিসাধন না করেই মাটি থেকে ৪ফুট উঁচুতে পুরো বাড়িটিকে তুলে দেওয়ার কাজে একশো শতাংশ নিশ্চয়তা দিয়ে কোর্ট পেপারে চুক্তি করতে সম্মত হয়৷ বিকাশবাবুও উৎসাহিত হন৷ সংস্থার কর্মীরা ১৮ আগস্ট আসানসোলে এসে কাজে নেমে পড়েন। শেষমেশ আজ, বৃহস্পতিবার সংস্থার ২৬ জন কর্মী প্রায় ১৫০টি জ্যাকের সাহায্যে বাড়িটি লিফটিংয়ের কাজ শুরু করেন৷ সংস্থার সুপারভাইজার কৃষ্ণ মাহাতো জানান, আজ বাড়িটিকে ১ফুট মাটি থেকে তোলা হয়েছে৷ এভাবে পুরো কাজটি সম্পূর্ণ করতে আরও প্রায় ২০দিন মতো সময় লাগবে৷ এভাবে সম্পূর্ণ ১৭৬০ স্কোয়ার ফুটের দ্বিতল বাড়িটির কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মাটি ছেড়ে উপরে ওঠার দৃশ্য চাক্ষুষ করেতে হাজির আশপাশের এলাকার মানুষজন।