বর্ধমান জেলা পরিষদ ভবনে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে চালু হল অত্যাধুনিক লিফট। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই লিফটের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। লিফট চালু হওয়ায় জেলা পরিষদের অঙ্গীকার সভাঘরের ভাড়াও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

তিনি জানান, বর্ধমান জেলা পরিষদের ৩ তলা পর্যন্ত সিঁড়িগুলি অত্যন্ত খাড়া। তাই বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের যথেষ্টই অসুবিধা হচ্ছিল। এব্যাপারে বিভিন্ন দিক থেকে বারবার আবেদন আসার পর জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই টাকা খরচ করে লিফট চালু হল। তিনি জানান, এর ফলে জেলা পরিষদের অঙ্গীকার সভাঘরের ভাড়াও বৃদ্ধি পাবে। কারণ প্রায় প্রতিমাসেই তাঁরা সভাঘর ভাড়া পান। কিন্তু লিফট না থাকায় অনেকেই ভাড়া নিতে চান না। লিফট চালু হওয়ায় কার্যত জেলা পরিষদের আয়ও অনেকাংশে বেড়ে যাবে। তিনি জানান, এরই পাশাপাশি ২৫০ আসন বিশিষ্ট অঙ্গীকার সভাঘরের ভাড়াও কিছু অংশে বাড়বে তবে তা সামর্থ্যের মধ্যেই রাখার চেষ্টা করা হবে।

Like Us On Facebook