প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুক্রবার রাত থেকে দুর্গাপুরের রাজবাঁধ এমএএমসির মামড়া বাজারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন সিপিএম কর্মীরা। নতুন প্রজন্মের বাম কর্মীদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব আভাস রায়চৌধুরীকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী করায় বাম কর্মীরা শুক্রবার সন্ধ্যা থেকেই দেওয়াল লিখনের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও প্রচার শুরু করে দিলেন।
শুক্রবার বিকেলে দুর্গাপুরের বাম কর্মীরা একজোট হয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এসবি মোড় এলাকায় সেভ দুর্গাপুর ও সেভ ইন্ডাস্ট্রিজের নামে শ্লোগান তুলে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে দেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। এদিনের মিছিলে বাম সংগঠনের মহিলা-ছাত্র-যুব সকলেই অংশ নেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এসইউসিআই, সিপিএম সহ বামপন্থী সংগঠন গুলি মানুষের নজর কাড়তে এভাবেই স্থানীয় ইস্যুগুলিকে আঁকড়ে ধরে পথে নামল বলে রাজনৈতিক মহল মনে করছেন।