দুর্গাপুরে পৌরনির্বাচনের প্রাক্ মুহূর্তে দেখা গেল বাম ও কংগ্রেসের নিচু তলার কর্মীদের অঘোষিত জোটের মিছিল। হাতে সিপিএমের কাস্তে-হাতুড়ি-তারার লাল পতাকা মুখে কংগ্রেস প্রার্থী কে জেতানোর স্লোগান শুক্রবার এমন চিত্রই দেখা গেল ২৬ নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী অশোক শাসমল-এর সমর্থনে সিপিএম ও কংগ্রেসের দলীয় কর্মীরা জোট বেঁধে মিছিল করলেন ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। গত বিধানসভায় বাম ও কংগ্রেস জোট বেঁধে বিরাট সাফল্য পায়। কিন্ত আসন ছেড়ে রাখলেও পৌরনির্বাচনে ঘোষিত জোট হয়নি দুই পার্টির মধ্যে। মানসিক বোঝাপড়াকে ভর করেই চলছেন দুই দলের কর্মীরা। গত ৩ আগস্ট দুর্গাপুরে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যেখানে বাম প্রার্থী নেই সেখানে কংগ্রেসকে সমর্থন করার প্রকাশ্য ঘোষণার পর পরই ২৬ নং ওয়ার্ডে ফের বাম ও কংগ্রেস জোটের মিছিল দেখল শহর দুর্গাপুর।

Like Us On Facebook