ফের বর্ধমান স্টেশন থেকে বিপুল সংখ্যক টিয়াপাখি উদ্ধার করল আরপিএফ। ঘটনায় গ্রেফতার এক পাচারকারী। আরপিএফ সূত্রে জানা গেছে, বুধবার সকালে অভিযান চালিয়ে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নং প্লাটফর্ম থেকে খাঁচাবন্দি প্রায় ১৯৪ টি টিয়া শাবক উদ্ধার করা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাশেম খান নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি বর্ধমান শহরের দুবরাজদিঘি কেন্দুলিপাড়া এলাকায়। উদ্ধার হওয়া টিয়াপাখিগুলি আরপিএফের তরফে বর্ধমান বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে ক্যারিয়ারের কাজ করত। বর্ধমানে স্টেশনে টিয়াপাখিগুলি পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। কিন্তু কাকে ডেলিভারি দেওয়া হত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঠিক কোথা থেকে এতগুলি শাবক টিয়াপাখি আনা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু শক্তিপুঞ্জ এক্সপ্রেস থেকে ধৃতকে ধরা হয়েছে তাই মনে করা হচ্ছে বিহার বা ঝাড়খন্ড থেকে টিয়াপাখিগুলিকে নিয়ে আসা হচ্ছিল। তবে জিজ্ঞাসাবাদের পরই স্পষ্টভাবে বলা যাবে। এত সংখ্যক টিয়াপাখি শাবক উদ্ধার হওয়ায় বনবিভাগের তরফে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে বাচ্চাগুলির। প্রাথমিকভাবে ডাক্তার দেখানোর পর কিছুদিন শাবকগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি বুঝে তবেই তাদের জঙ্গলে ছাড়ার কথা ভাবা হবে। ধৃত কাশেম খানের বিরুদ্ধে বনপ্রাণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে।