গাড়িতে লাগানো ভারত সরকারের ‘অন ডিউটি’ বোর্ড, সেই গাড়ি নিয়েই ছাগল চুরি করা হচ্ছিল বলে অভিযোগ। ছাগল চোর সন্দেহে চলল মারধর, করানো হল কানধরে উঠবোস। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। পরে পুলিশ পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। বর্ধমান থানার সরাইটিকর শান্তিপাড়ার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান থানার সরাইটিকর অঞ্চলে গত দেড় মাস ধরে প্রায়ই ছাগল চুরি হচ্ছিল। একের পর এক ছাগল চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ বাড়ছিল। আজ দুপুর নাগাদ সরাইটিকর শান্তিপাড়ায় ভারত সরকারের ‘অন ডিউটি’ বোর্ড লাগানো একটি গাড়িতে দু’জনকে জোর করে একটি ছাগলকে গাড়িতে তুলতে দেখা যায়, সেই সময় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ করে কোন সদুত্তর না পাওয়ায় ছাগল চোর সন্দেহে স্থানীয়রা তাঁদের মারধর শুরু করে, করানো হয় কান ধরে উঠবোস। এমনকি গাড়িটিতেও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যায়।

Like Us On Facebook