সিংহ বাড়ির লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে অন্ডালের খান্দরা গ্রাম সাতদিন ধরে পুজোয় মেতে ওঠে। মহা ধুমধামে যেমন লক্ষ্মীপুজো হয় তেমনই মেলাও বসে খান্দরা গ্রামে। এখানে লক্ষ্মী প্রতিমার দু’পাশে মা লক্ষ্মীর দুই সহচরী পরী থাকেন। সিংহ বাড়ির পুজোতে বিশেষ ভোগ প্রসাদও হয়।
জানা গেছে, আজ থেকে প্রায় ১৫৮ বছর আগে মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা সুধাকৃষ্ণ সিংহ কর্মসূত্রে খান্দরায় এসে মা লক্ষ্মীর পুজোর সূচনা করেন। তখন গোটা খান্দরা গ্রামে ১১টির বেশি দুর্গাপুজো হত। কিন্তু একটিও লক্ষ্মীপুজো ছিল না। কোলিয়ারি অঞ্চল হলেও গ্রামকে শস্যশ্যামলা করতে এবং মহালক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে সুধাকৃষ্ণ সিংহ লক্ষ্মীপুজোর সূচনা করেন গ্রামে। সেই শুরু। আজও পরম্পরা মেনে মহা সমারোহে খান্দরায় লক্ষ্মীপুজো হচ্ছে। বাড়ির পুজো হলেও গ্রামবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই পুজো সার্বজনীনের রূপ পেয়েছে। পুজোর দিনগুলিতে মিলনমেলায় পরিণত হয় পুজো প্রাঙ্গণ। গ্রামে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রবাসী আত্মীয়-কুটুম্বরাও গ্রামে এসে পুজোর কটাদিন আনন্দে মেতে ওঠেন। দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই খান্দরায় লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ফের উৎসব চলে সাতদিন।