বর্ধমান আদালতের আইনজীবী মিতালি ঘোষকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। মহিলা আইনজীবী খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সুজিত ঘড়ুই ও প্রশান্ত ক্ষেত্রপাল। জানা গেছে, সুজিত ঘড়ুই ওই এলাকায় ডাবের ব্যবসা করেন। তিনি প্রশান্তকে নিয়ে চুরির উদ্দেশ্যেই আইনজীবীর বাড়িতে ঢুকেছিলেন বলে দাবি পুলিশের।
উল্লেখ্য, ২৬ অক্টোবর রাতে জামালপুরের আঝাপুরে নিজের বাড়িতে খুন হন আইনজীবী মিতালি ঘোষ। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। শেষমেষ মিতালিদেবীর চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই দু’জনকে গ্রেফতার করে ঘটনার কিনারা করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সুজিত ডাবের ব্যবসা করেন। ডাব পাড়তে তিনি একাধিকবার ওই আইনজীবীর বাড়িতে গিয়েছিলেন। সেইসূত্রেই মিতালিদেবীর গতিবিধি ও বাড়ির নকশা তাঁর জানা ছিল। চুরির উদ্দেশ্যে তিনি প্রশান্তকে নিয়ে ওই বাড়িতে পাঁচিল টপকে ঢোকেন। মাথায় আঘাত করে মিতালিদেবীকে অচৈতন্য করে হাত, পা, মুখ বেঁধে লুটপাট চালিয়ে চম্পট দেন তাঁরা। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে।