হঠাৎ করে কোলিয়ারির ডুলির সিস্টেম বন্ধ করে দিয়ে বয়লার সাফাইয়ের কাজ করায় অন্ডালের পরাশকোল কোলিয়ারির ৭০ জন নাইট সিফটের কর্মী রবিবার সকালে নির্দিষ্ট সময়ের পরও চার ঘন্টা খনি গর্ভে আটকে রইলেন। এই ঘটনায় রবিবার সকালে খনির শ্রমিকরা খনির উত্তোলন বন্ধ করে দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। পরে রবিবার সকালে ফের বয়লার চালু হলে ডুলি করে ৭০ জন খনি শ্রমিক খনিগর্ভ থেকে মাটির উপরে উঠে আসে। এই ঘটনায় আটকে পড়া খনি শ্রমিকদের পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পুরো ঘটনার পর মুখে কুলুপ এঁটেছে ইসিএল কর্তৃপক্ষ।
জানা গেছে, শনিবার রাতে পরাশকোল কোলিয়ারির ৭০ জন নাইট সিফটের কর্মী খনিগর্ভে নামেন ডুলি করে। রবিবার সকাল ৭ টায় ডুলি করে তাঁদের উঠে আসার কথা। কিন্তু হঠাৎ করে কর্তব্যরত সেফটি অফিসার বয়লার সাফাইয়ের কাজ শুরু করে দেন ডুলির সিস্টেম বন্ধ করে দিয়ে। ফলে রবিবার সকালে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও খনি গর্ভে আটকে পড়া শ্রমিকরা যথা সময়ে উপরে উঠতে পারেননি বলে জানা গেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পরাশকোল কোলিয়ারিতে। পরে পরশাকোল কোলিয়ারির উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে ডুলি চালু হলে খনি গর্ভে আটকে পড়া শ্রমিকরা মাটির উপরে উঠে আসেন বলে জানা গেছে।