প্রায় ৯ বছরের বিবাহিত জীবনে ঈদের দিনে স্বামী একটা জামা কাপড়ও কিনে দেননি। সোমবার ঈদের দিনেও বারবার বলা সত্ত্বেও দুটি ব্লাউজও কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতি হলেন গৃহবধু সেলিমা বিবি (২৭)। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামে। মৃতের মা আজমিরা বিবি জানিয়েছেন, প্রায় ৯ বছর আগে কল্যাণপুর গ্রামের চাষী পরিবারের সন্তান মিলন সেখের সঙ্গে বিয়ে হয় সেলিমা বিবির। বিয়ের পর প্রতিবছরই নিয়ম মাফিক ঈদের দিনে তাঁরা মেয়ের শ্বশুরবাড়ির সকলের জন্য জামা কাপড় সহ তত্ত্বও পাঠান। এবারেও পাঠিয়েছিলেন। সেলিমার এক পুত্র ও এক কন্যাও রয়েছে। এবছর সেলিমা স্বামীর কাছে দাবী করেন ঈদের দিনে কেন বাপের বাড়ি থেকে দেওয়া পোশাকই তাঁকে পড়তে হবে। তিনি স্বামীর কাছে কাপড় চান। কিন্তু স্বামী তা কিনে দিতে না চাওয়ায় শুরু হয় অশান্তি। এরপর ঈদের দিন সেলিমা বিবি স্বামীর কাছে কাপড়ের পরিবর্তে দুটি ব্লাউজ কিনে দেবার দাবি জানান। কিন্তু তাও কিনে না দেওয়ায় অভিমানে মঙ্গলবার সকালে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook