প্রমোশনের দাবিতে আসানসোলের সালানপুরে ইসিএলের ডাবর খোলামুখ খনিতে আইএনটিটিইউসির বিক্ষোভ। আইএনটিটিইউসির নেতৃত্বে বৃহস্পতিবার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল ইসিএলের ডাবর খোলামুখ খনিতে। শ্রমিকদের বিক্ষোভ ও কাজ বন্ধের জেরে খনির উৎপাদন ব্যাহত হয়। তিন ঘন্টা বিক্ষোভ চলার পরে কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাস পেলে পুনরায় কাজে যোগ দেয়।