আবার বিক্ষোভে নামল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিল ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার রেজাল্টে ভুলের অভিযোগ জাতীয় সড়ক অবরোধ করল দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা।
ছাত্র-বিক্ষোভ পিছু ছাড়ছে না কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। সোমবারের পর মঙ্গলবার ফের ছাত্র-বিক্ষোভ হল। এদিন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা রেজাল্টে ভুল এবং রেজাল্ট প্রকাশে দেরির অভিযোগ তুলে জাতীয় সরক অবরোধ করল। মঙ্গলবার দ্রুত নির্ভুল রেজাল্ট প্রকাশের দাবিতে আসানসোলের কাল্লা মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র-ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।