দুর্গাপুরের ৮৪টি স্কুলকে মিড-ডে মিল তৈরির বাসনপত্র প্রদান করা হল শুক্রবার। শুক্রবার দুর্গাপুর পুরসভার তথ্যকেন্দ্রে দুর্গাপুরের প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ৮৪ টি স্কুল কর্তৃপক্ষের হাতে মিড-ডে মিল তৈরির বাসনপত্র তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী, প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী জানান, দুর্গাপুর নগর নিগম এলাকার প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিভিন্ন উচ্চবিদ্যালয়গুলিকে এদিন বাসনপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসন থেকে দেওয়া এই বাসনপত্র নগর নিগমের কাছে পাঠানো হয়েছিল।এদিন তারই আনুষ্ঠানিক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অঙ্কিতা চৌধুরী আরও জানান, পূর্বে স্কুলগুলিকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হতো এইসব সামগ্রী কেনার জন্য। কিন্তু সে ক্ষেত্রে প্রদেয় টাকার অঙ্ক সব ক্ষেত্রে সমান থাকত। সেক্ষেত্রে কোন স্কুলে বেশি পড়ুয়া থাকলে স্কুল কর্তৃপক্ষ সমস্যায় পড়তেন। যাতে করে বেশি সংখ্যক ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুলগুলির ক্ষেত্রে অসুবিধা হত। তাই সরকার ও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করেই মিড-ডে মিল তৈরির বাসনপত্র দেওয়া হচ্ছে। দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জী এদিন উপস্থিত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা আমাদের গর্ব।’

Like Us On Facebook