রবিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ড থেকে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণার পরই কোমর বাঁধতে শুরু করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে সমস্ত স্তরের কর্মীরা।
কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ ( জন্ম: ২ জানুয়ারি, ১৯৫৯), বিহারের পূর্ণিয়ায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও রাজনীতিবিদ। ভারতীয় লোকসভায় তৃতীয় মেয়াদে সংসদ সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে বিহারের দ্বারভাঙ্গা এলাকা থেকে নির্বাচনে জয়লাভ করেন তিনি।
ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন কীর্তি আজাদ। ১৯৮০ থেকে ১৯৮৬ সময়কালে ভারতের পক্ষে ৭ টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেওয়ার সুযোগ হয় তাঁর। ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ বোলারের দায়িত্ব পালন করতেন। ডানহাতি অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন কীর্তি আজাদ। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগত ঝা আজাদের সন্তান তিনি। আক্রমণাত্মক ঢংয়ে ডানহাতে ব্যাটিং করতেন ও দ্রুতগতিসম্পন্ন অফ স্পিনার হিসেবে সুনাম কুড়িয়েছিলেন।