বর্ধমান শহরে কেপমারের খপ্পরে পড়লেন এক রাইসমিল ব্যবসায়ী। অভিযোগ, টাকার ব্যাগ কেটে লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুষ্কৃতিরা। বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকার ঘটনা।
বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা পবিত্র কোণারের অভিযোগ, পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকার উচালনে তাঁর একটি রাইসমিল আছে। সোমবার দুপুরে বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে চাল বিক্রি করে তিনি একটি টাউন সার্ভিস বাসে চেপে বীরহাটা এলাকায় নামেন। তাঁর ব্যাগে চাল বিক্রির ২ লক্ষ টাকা ছিল বলে জানান পবিত্রবাবু। বীরহাটায় নেমে তিনি দেখতে পান তাঁর সাথে থাকা ব্যাগটির খানিকটা অংশ কাটা অবস্থায় রয়েছে। ব্যাগ খুলে দেখতে পান ২ লক্ষ টাকার মধ্যে মাত্র ৪০ হাজার টাকা রয়েছে। বাকি টাকা উধাও। এরপরই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন পবিত্রবাবু। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।