নবদ্বীপ থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বেসরকারি একটি যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দু’নম্বর জাতীয় সড়কের উপর বুদবুদ থানার অন্তর্গত পানাগড় সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে। বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসটি নবদ্বীপ থেকেই দ্রুত গতিতে আসানসোলের দিকে যাচ্ছিল। যাত্রীদের অভিযোগ, চালককে বারবার গতি নিয়ন্ত্রণ রাখার আবেদন করলেও তাঁদের কথায় কান না দিয়ে দ্রুতগতিতে বাস নিয়ে বুদবুদ বাইপাস পার করার পর সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে একটি কয়লা বোঝাই লরির পেছনে ধাক্কা মারে বাসটি। যাত্রীরা জানিয়েছেন, বাসে সেই সময় প্রায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিল। যার মধ্যে ১০ জন যাত্রী অল্পবিস্তর আহত হন এবং ২ জন যাত্রী গুরুতর আহত হয়। বুদবুদ থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে দু’নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Like Us On Facebook