.

গত ২৭ মে বৃহস্পতিবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫ জন। একটি ট্রাক পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে পানাগড় বাজারের দিকে যাওয়ার দার্জিলিং মোড়ে কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একাধিক বাইকে ধাক্কা মারার পর ৫ জন ব্যাংক কর্মীকে ধাক্কা মারে। গুরুতর আহত হযন পাঁচজন ব্যাঙ্ক কর্মী। তবে বর্তমানে তাঁরা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। এলাকায় এই ধরণের দুর্ঘটনা এড়াতে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। রবিবার পানাগড়ের দার্জিলিং মোড়, পানাগড় বাজার সহ কাঁকসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড লাগানো হয়। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা জানিয়েছেন, দার্জিলিং মোড় সহ বিভিন্ন এলাকায় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানো হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

Like Us On Facebook