কাঁকসা পঞ্চায়েত গঠন হওয়ার পরেই এই প্রথম তৃণমূলের পঞ্চায়েত প্রধান শুক্লা সিং পানাগড় বাজারের অফিসপাড়া ও ক্যানেল পাড় এলাকা পরিদর্শন করেন। এলাকার মানুষের সাথে কথা বলেন এবং বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন। কি ভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে এলাকাবাসীর সাথে আলোচনাও করেন তিনি।
শুক্রবার কাঁকসা পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং পানাগড় এলাকা পরিদর্শনে এলে এলাকাবাসীরা তাঁকে জানান, এলাকায় সব থেকে বেশি সমস্যা জলের ও নিকাশি ব্যবস্থার। কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিং এলাকাবাসীদের নিয়েই দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান। অপর দিকে, পঞ্চায়েত প্রধান দায়িত্ব নিয়েই এই ভাবে এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শুনে তা কি ভাবে সমাধান করা যায় তার উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার মানুষ।
Like Us On Facebook