অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। কাঁকসার ঈশা বিশ্বাস(১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী তাঁর পরিবারের সাথে দুর্গাপুজোর আগে বৃন্দাবন বেড়াতে যায়। সেখানে জ্বরে আক্রান্ত হলে দুর্গাপুজোর কয়েকদিন আগে তারা কাঁকসার বিল পাড়ার বাড়িতে ফিরে আসে। এরপর ওই নাবালিকাকে কাঁকসার রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে মৃত্যু হয় ঈশার। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে কাঁকসার বিল পাড়ার বাসিন্দারা সহ তার পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঈশার। যদিও কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি জানিয়েছেন, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এলাকার কেউ মারা গেছে বলে তাঁদের কাছে কোন খবর নেই, কারণ সরকারিভাবে কোন লিখিত রিপোর্ট তাঁরা পাননি। এখনও পর্যন্ত ওই এলাকায় কারোর আজ পর্যন্ত ডেঙ্গি ধরা পড়েনি। ওই নাবালিকা ও তার পরিবার জ্বরে আক্রান্ত হওয়ার আগে তারা বৃন্দাবন বেড়াতে গিয়েছিল সেখানেই জ্বরে আক্রান্ত হওয়ার পর তারা বাড়ি ফিরে আসে এবং চিকিৎসা শুরু হয়।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডা. বিপ্লব মণ্ডল জানিয়েছেন, সরকারি তথ্য অনুযায়ী ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন কোন তথ্য নেই। ফলে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেটা বলা যেতে পারে না, তবে রোগী জ্বরে আক্রান্ত ছিল। এলাকায় আর কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা সেই বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।