জাতি ধর্ম দিয়ে মানুষ বা একটা জাতিকে বিচার করে বিভেদ সৃষ্টি করা যায় না। অথচ আরএসএস বা বিজেপির এখন এটাই একমাত্র কর্মসূচি।আসানসোলের বার্নপুরে এসে বৃহস্পতিবার একথা বলেন জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। এদিন কানহাইয়া কুমার বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বলেন বেকার সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি না রেখে উল্টে কলকারখানা বন্ধ করে দিচ্ছেন। বার্নপুরের সম্প্রীতি হলে এদিন সিপিআই-এর ছাত্র ও যুব সংগঠনের সভায় ছাত্র নেতা কানহাইয়া কুমার প্রধান বক্তা ছিলেন। কানহাইয়ার বক্তব্য শোনার জন্য এদিন সম্প্রীতি হলে প্রচুর সমাগম হয়। কানহাইয়া কুমার এদিনও বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়াই প্রধানমন্ত্রী, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এদিনও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটিও বাক্য ব্যয় করেননি এই ছাত্র নেতা। এই প্রসঙ্গে প্রশ্ন করলে বিতর্কিত ছাত্র নেতা কানহাইয়ার সাফ কথা, এই রাজ্যের বামপন্থীরা ভাবছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেই স্বার্থকতা আসবে কিন্তু না, আগে দেশ বাঁচানোটাই বড় কথা। তারপর রাজ্যের কথা। এদিন বিজেপি কর্মীরা কানহাইয়াকে নিয়ে কোন উৎসাহ না দেখালেও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলে গোটা এলাকা।

Like Us On Facebook