আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কাঞ্চন উৎসব। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই উপলক্ষ্যে শনিবার একটি সাংবাদিক সম্মেলন করা হয় কমিটির পক্ষ থেকে।উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস, সম্পাদক মানিক দাস, কাউন্সিলার সুমল মিস্ত্রী সহ অন্যান্য সদস্যরা।

২ ফেব্রয়ারি কাঞ্চন উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, স্বপন দেবনাথ, মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এছাড়া প্রতিদিন চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিদের পাশাপাশি উপস্থিত থাকবেন চিন্তন বাকীওয়ালা, অন্তরা মিত্র ও দেব নেগি, অমিত মিশ্রা, পালক মুচ্ছল, শ্রেয়া ঘোষাল, হিমেশ রেশমিয়া, জিৎ-এর মতো শিল্পীরা। ৪০ লক্ষ টাকা বাজেটের এই উৎসবে সরকারি ও বেসরকারি প্রায় ২০০ স্টলের পাশাপাশি থাকবে পুষ্প প্রদর্শনীও বলে জানান উৎসব কমিটির সভাপতি খোকন দাস।

প্রতিদিন বিকেল ৩টে থেকে খ্যাতনামা সব শিল্পীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দশম কাঞ্চন উৎসবে। জানা গেছে, ২ ফেব্রুয়ারি উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন সঞ্জয় দত্ত। ৩ ফেব্রুয়ারি থাকবেন চিন্তন বাকীওয়ালা, চন্দ্রীম ও উষা। ৪ ফেব্রুয়ারি অন্তরা মিত্র ও দেব নেগী। ৫ ফেব্রুয়ারি অমিত মিশ্র। ৬ ফেব্রুয়ারি পালক মুচ্ছল। ৭ ফেব্রুয়ারি শ্রেয়া ঘোষাল। ৮ ফেব্রুয়ারি হিমেশ রেশমিয়া। ৯ ফেব্রুয়ারি জিৎ।

Like Us On Facebook