একাঙ্ক নাটকের মাধ্যমে যাত্রীদের সচেতন করার অভিনব উপায় নিল রেল পুলিশ। শনিবার বর্ধমান রেল স্টেশনে একাঙ্ক নাটক পরিবেশন করে তাঁরা দেখালেন কিভাবে রেল যাত্রীরা সতর্ক হবেন ড্রাগিং, লিফটিং অথবা চুরি-চামারি থেকে। স্টেশনে আসা সব বয়সের যাত্রীরাই দেখলেন এই নাটক। বিষয়টি ঘিরে বেশ উৎসাহও দেখা গেল তাঁদের মধ্যে।

হাওড়া ডিভিশনে কর্মরত রেল পুলিশের হেড কনেস্টবল প্রবীর ঢাল জানালেন, এই আয়োজন যাত্রী সচেতনতার স্বার্থে। ট্রেনে যাত্রীদের মাদক খাইয়ে সর্বস্ব লুঠ, কিংবা ছিনতাই অথবা অপহরণের মত ঘটনা প্রায়ই ঘটে। এসব ক্ষেত্রে যাত্রীদের অসচেতনতার সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রবীরবাবু বলেন, ট্রেনে ভ্রমণরত  যাত্রীদের প্রত্যেকের জন্য সর্বত্র আলাদা করে সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব নয় রেল পুলিশের পক্ষ থেকে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে যাত্রীদের নিজেদের সচেতন হতেই হবে। সেই সচেতনতা যাত্রীরা কিভাবে আনবেন তা বোঝাতেই এই উদ্যোগ।

প্রবীরবাবু আরও জানান, ২৬ জানুয়ারি উপলক্ষে আরপিএফ দুদিন ব্যাপী বিশেষ যাত্রী সচেতনতার কর্মসূচি নেয়। এই নাটক ছিল তারই অঙ্গ। ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করব। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আশা করি যাত্রীরা এথেকে উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী, আইসি আরপিএফ রজত রঞ্জন, ওসি জিআরপি কার্তিক মোহন ঘোষ সহ অনান্য পদাধিকারীরা।

Like Us On Facebook