ঘরের ছেলে ঘরে ফিরেছে। দুর্গাপুরের স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী রুমা পাড়িয়াল সহ দলীয় প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী প্রচার সভায় এই ভাবেই কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে সম্ভাষণ জানান তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। শনিবার দুর্গাপুর স্টেশন বাজারের নির্বাচনী সভায় কল্যাণবাবু কেন্দ্র সরকারের কড়া সমলোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কন্যাশ্রী সহ উন্নয়ন মূলক সমস্ত প্রকল্পের ভূয়শী প্রশংসা করেন। কল্যাণবাবু বলেন, মানুষের আশীর্বাদে তৃণমূল ফের দুর্গাপুরের পুরবোর্ড গঠন করলে দুর্গাপুরকেও নুতন করে গড়া হবে। এদিন বিশ্বনাথ পাড়িয়াল বলেন, দলনেত্রী মমতা ব্যানার্জী ঘরে ফেরার কথা বলায় তিনি ঘরে ফিরেছেন। বিশ্বনাথ বলেন, আমি ফের দুর্গাপুর জয় করে দিদিকে ফিরিয়ে দিতে চাই। এদিন এই নির্বাচনী সভায় প্রচুর মানুষ জড় হন।

Like Us On Facebook