.

শেষমেষ তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বরের বিধায়ক, প্রাক্তন জেলা সভাপতি তথা আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতেই যোগদান করলেন। মঙ্গলবার রানাঘাটে বিজেপির এক দলীয় সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জিতেন্দ্র তেওয়ারির হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে পাণ্ডবেশ্বর থেকে নির্বাচিত হন। শাসকদলের এই প্রাক্তন এই নেতা বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজতেই হঠাৎ করে আসানসোলের উন্নয়ন হয়নি এই প্রশ্ন তুলে বেসুরো হয়েছিলেন। দলের সমস্ত পদ ত্যাগ করেন। তারপর ফের দলে ফিরে আসেন। কিন্তু সেই দলে ফেরা ক্ষণিকের জন্য। ছিল বিজেপিতে যোগ দানের সময়ের অপেক্ষা। সূত্র মারফৎ জানা গেছে, রবিবার দুর্গাপুরের একটি হোটেলে দলের বেশকিছু শীর্ষ নেতার সঙ্গে জীতেন্দ্র তেওয়ারির এক গোপন বৈঠক হয়। এরপর মঙ্গলবার তিনি বিজেপিতে যোগদান করলেন।

Like Us On Facebook