দুর্গাপুরের সগড় ভাঙ্গা এলাকায় এক পথ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়ে মুচিপাড়া আইটিআই কলেজের ছাত্ররা। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিক্ষক আড়া কালীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি শিক্ষকতা করতেন দুর্গাপুর মুচিপাড়ার আইটিআই কলেজে। বৃহস্পতিবার ওই শিক্ষক কানাই গড়াই ও তাঁর এক সহযোগী বিজয় রুইদাসকে সঙ্গে নিয়ে বাইকে করে দুর্গাপুর বাজার থেকে ফিরছিলেন। সগড় ভাঙ্গার কাছে তাঁদের বাইকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই কানাইবাবু প্রাণ হারান এবং বাইকের অপর আরোহী বিজয় রুইদাস গুরুতর আহত হন। স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্ত্তি করে এবং কোকওভেন থানায় খবর দেয়।
পথ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর খবর চাউর হতেই আইটিআই কলেজের ছাত্ররা ঘটনাস্থলে ছুটে যায় এবং শিক্ষকের দেহ আটকে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করে। পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে ছাত্রদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ ছাত্ররা অবরোধ তুলে নেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে ঘাতক ট্রাকটির চালক ও খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ ট্রাকটি সিজ করে এবং চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।