বৃহস্পতিবার বর্ধমানের নূতনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জল ধরো জল ভরো প্রকল্পের উদ্বোধন হল। ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে এই প্রকল্পটি চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাশ রজক, উপ সহসভপতি দেব নারায়ণ গুহ, শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ চক্রবর্তী, ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাঝি সহ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যরা। এদিন স্কুলের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।