রেলের পাশাপাশি এবার বিমানেও তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যাণ্ড ট্যুরিজম কর্পোরেশন(আইআরসিটিসি)। মঙ্গলবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় চিফ সুপারভাইজার সৌরভ চ্যাটার্জী। তিনি জানিয়েছেন, এবারই প্রথম তীর্থযাত্রীদের নিয়ে তাঁরা আকাশপথে দুই ধাম যাত্রা করছেন। আগামী ২০ মে কলকাতা থেকে যাত্রীদের নিয়ে যাওয়া হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই প্রথায় যাত্রীদের নাম নথীভুক্ত করা হচ্ছে। ৬ রাত্রি ৭ দিনের এই ভ্রমণে থাকছে হরিদ্বার, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, যশীমঠ এবং রুদ্রপ্রয়াগ দর্শন।
২০ মে কলকাতা থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পর দিল্লি থেকে এই সমস্ত দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হবে সড়কপথে। এজন্য মাথা পিছু খরচ পড়ছে একটি ঘরে একজন থাকলে ৫৬ হাজার ৫৩০ টাকা, একটি ঘরে ২জন থাকলে ৩৭ হাজার ৬০০ টাকা এবং একটি ঘরে ৩জন থাকলে ৩৬ হাজার ৮৫০ টাকা। এছাড়াও ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য লাগবে মাথা পিছু ৩৫ হাজার ৩৭০ টাকা এবং ২ থেকে ৪ বছরের শিশুদের জন্য ২৫ হাজার ২২০ টাকা। সৌরভবাবু জানিয়েছেন, এর আগে আইআরসিটিসির পক্ষ থেকে বিমানে ভ্রমণ পিপাসুদের নিয়ে যাওয়ার কাজ তাঁরা করলেও দুই ধাম যাত্রার এই অভিনব বিষয়টি এবারেই প্রথম। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, অনেক সময়ই কেদারনাথ বা বদ্রীনাথে যাওয়ার জন্য কোন যাত্রী হেলিকপ্টারে যেতে চাইলে আগাম তাঁদের তা জানাতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইআরসিটিসি রেলপথে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই এই ধরণের যাত্রায় ভাল সাড়া পাওয়া গেছে বলে এদিন সৌরভবাবু জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন ট্যুরিজম অ্যাসিস্ট্যাণ্ট জ্ঞানচন্দ্র প্রকাশও।
এই বিষয়ে আরও জানতে নীচের লিঙ্কে ক্লিক করে আইআরসিটিসি’র ওয়েব সাইটে ভিজিট করুন।
IRCTC Tourism