অসমের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল আইএনটিইউসি। শনিবার বিকালে আইএনটিইউসির পক্ষ থেকে কুলটি থানার নিয়ামতপুর মোড়ে একটি পথসভা করা হয়। সভা শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিন পশ্চিম বঙ্গ আইএনটিইউসির সাধারণ সম্পাদক বিদ্যুত পোদ্দার সাংবাদিকদের বলেন, অসমের ঘটনার নিন্দা করছি। আগামীদিনে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে আন্দোলনে নামব। বিদ্যুতবাবু আরও বলেন, অসমের নাগরিকপঞ্জি থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নাম বাদ গেছে। এর প্রতিবাদে আমরা পথসভা করছি ও নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে ধিক্কার জানাচ্ছি।।
Like Us On Facebook