.

আরপিএফের জুলুমের অভিযোগে রেলের হকাররা আসানসোল স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল। রবিবার আইএনটিটিইউসি’র রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিক্ষোভ সমাবেশের। পরে হকার ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল স্টেশনের জিআরপি অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। হকার ইউনিয়নের নেতারা বলেন, প্রায় দু’হাজার হকারকে আরপিএফ কাজ করতে দিচ্ছে না। রোজগার হারিয়ে চরম সমস্যায় রেলের হকাররা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।

Like Us On Facebook