.
আজ ২১ ফেব্রুয়ারি, বিভিন্ন জায়গার সঙ্গে আসানসোলে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার সকালে আসানসোলের কোর্ট চত্বরে বিদ্যাসাগরের মূর্তিতে ও ভাষা শহিদ স্মারকে মাল্যদানের মাধ্যমে ভাষা দিবস উদযাপনের সূচনা করেন লেখক কবি সমাবেশের কর্ণধার ডঃ অরুণাভ সেনগুপ্ত, ভাষা শহিদ স্মারক সমিতির পক্ষ থেকে ডঃ প্রতিভা রঞ্জন মুখার্জী সহ স্থানীয় লেখক কবি ও সমাজের বিশিষ্ট মানুষজনেরা৷ এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা আসানসোলের বিএনআর মোড়ে পৌঁছলে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Like Us On Facebook