.

বৃহস্পতিবার পাওয়ার স্পোর্টস কন্ট্রোল বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং ডিভসি’র উদ্যোগে ২২তম ইন্টার সিপিএসইউ (সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং) ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হল মাইথনে। মাইথন ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এদিন ডিভিসি’র চেয়ারম্যান অ্যান্ড্রু ল্যাংস্টি টুর্নামেন্টের উদ্বোধন করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে তিনি পরিচিত হন।



Like Us On Facebook