মাটি তীর্থ-কৃষি কথা প্রাঙ্গণকে বছরভর কর্মচঞ্চল রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যে সোমবার মাটি উৎসবের শেষ দিন উৎসব সংলগ্ন কিষাণ মান্ডিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলার কৃষি আধিকারিকরা।

জানা গেছে, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এই মাঠে মাসে দুটি করে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে। এছাড়াও প্রতি সপ্তাহের শনি ও রবিবার চাষবাসের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বেচাকেনার উদ্দেশ্যে হাট বসবে মাটি তীর্থ-কৃষি কথা প্রাঙ্গণে। এবছর মাটি উৎসবের সাফল্য দেখে এটিকে সাত দিনের পরিবর্তে আরও বেশি সময়ের জন্য করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।

Like Us On Facebook