বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল। হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করতে এমআরআই, সিটি স্ক্যান মেশিন সহ প্যাথলজি বিভাগের পরিকাঠামোকে আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের মাদার ও চাইল্ড হাব তৈরির বিষয়টিও এদিন অনুমোদন করা হয়েছে।
বর্তমান রাধারাণী ওয়ার্ডের জায়গাতেই ১০তলা ভবন নির্মাণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ রোগী কল্যাণ সমিতির সমস্ত সদস্যরাই। এদিন স্বপনবাবু জানিয়েছেন, বর্তমানে হাসপাতালের পরিষেবা অনেক উন্নত হয়েছে। কিন্তু রোগীর চাপ সামলাতে তাঁরাও আরও কিছু পরিকল্পনা নিয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোকেও উন্নত করা হবে। তিনি জানিয়েছেন, হাসপাতালে ওষুধ সরবরাহ সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তা দ্রুত মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি ওমিক্রনের প্রভাব ঠেকাতে সচেতনতা মূলক প্রচারের উপরও জোর দেওয়া হয়েছে।