দীর্ঘদিন ধরেই বর্ধমান ১ নং ব্লকের জিয়াড়া গোপালপুর গ্রামের যে সমস্ত বট, অশ্বত্থ গাছগুলি রয়েছে সেই গাছগুলিতেই বাসা বেঁধে রয়েছে প্রচুর শামুকখোল পাখি। ওই গ্রামের পুকুর পাড়ের একটি বট গাছে অসংখ্য শামুকখোল পাখি বাসা বেঁধেছিল। সেখানেই ডিম ফুটে বাচ্চা হয়েছে। গতকাল বর্ষা ও ঝড়ের কারণে বটগাছের একটি বড় ডাল ভেঙে পড়ে। সেখানেই মাটিতে পড়ে যায় প্রচুরসংখ্যক শামুকখোলের শাবক। এরপর গ্রামবাসীরা বনদফতরে খবর দিলে বৃহস্পতিবার বনদফতরের উদ্ধারকারী দল এসে প্রায় ৮০ টি শামুক খোলের বাচ্চা ও ডিম উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান জ্যুলজিক্যাল পার্কে।
বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, বাচ্চাগুলিকে আপাতত গুগলি ও ছোট মাছ খেতে দেওয়া হচ্ছে এবং সব বাচ্চাই সুস্থ রয়েছে। এই পাখিগুলি প্রধানত এশিয়ান ওপেনবিল নামে পরিচিত। প্রায় ৮০টা বাচ্চা ও বেশ কয়েকটি ডিম আমদের কর্মীরা উদ্ধার করে নিয়ে এসেছেন। পাখিগুলি সুস্থই আছে, বড় হলে পাখিগুলিকে ছেড়ে দেওয়া হবে।