সারা দেশের সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও শুরু হল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক(আইপিপিবি) পরিষেবা৷ শনিবার দুপুরে দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে সারা দেশ জুড়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূচনার দিন থেকেই সারা দেশে ভারতীয় ডাক বিভাগের আইপিপিবি ব্যাঙ্কের ৬৫০টি শাখা এবং ৩,২৫০টি অ্যাক্সেস পয়েন্ট বা সুযোগ-সুবিধা প্রদান কেন্দ্র থাকবে। সারা দেশে ডাক বিভাগের ১ লক্ষ ৫৫ হাজার ডাকঘরের প্রত্যেকটিকেই এই ব্যাঙ্ক ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগের এই ব্যাঙ্কে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের সুবিধার পাশাপাশি অর্থ হস্তান্তর, নগদ সুবিধা হস্তান্তর ও বিম পেমেন্ট সহ ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিষেবাগুলি কাউন্টার, মাইক্রো এটিএম, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, এসএমএস এবং আইভিআর – এর মাধ্যমে পাওয়া যাবে।

এদিন পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে আইপিপিবি পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মানসুখ মাণ্ডভিয়া। তিনি বলেন দেশের প্রতিটি পোস্ট অফিস থেকে এই পরিষেবা দেওয়া হবে। ডাক বিভাগের কর্মীরা আগামী দিনে প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষের কাছে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে হাজির হবে৷ এদিন ৬৫০ টি জেলায় আইপিপিবি’র শাখা খুলল।

আসানসোল মুখ্য ডাকঘরে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে এক বৃহৎ আন্দোলন বলে অভিহিত করেন। আসানসোল হেড পোস্ট অফিসে এই পরিষেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন, আসানসোল সাব ডিভিশন সুপার অভিজিৎ ভট্টাচার্য সহ আরও অনেকে৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এটি একটি নিশ্চিত পরিষেবা ৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ ৫৫ হাজার পোষ্ট অফিস এই পরিষেবার সাথে যুক্ত হবে৷

Like Us On Facebook