ফাইল চিত্র

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ক্ষুব্ধ রোগীর পরিজনরা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, প্রায় ১৯ দিন আগে ঠাণ্ডা লাগা ও পেটের সমস্যা নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হয় পূর্ব বর্ধমানের ভাতাড়ের কর্জনার বাসিন্দা বেবি দাসের দুমাসের শিশুকন্যা। শনিবার দুপুর বারোটায় শিশুকন্যাটি মারা যায়। পরিবারের অভিযোগ, ভর্তি থাকা অবস্থায় পরিবারের লোকজন এমনকি শিশুর মাকেও দেখা করতে দেওয়া হয়নি। শিশুটির খোঁজ খবর নিতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হত বলে অভিযোগ। এদিন শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। এরপরেই রোগীর পরিবারের লোকজন হাসপাতালের সুপারের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, একটি অভিযোগ এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশুটি সেপটিসেমিয়ায় মারা যায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ সম্পর্কে তিনি জানিয়েছেন, চিকিৎসার গাফিলতির অভিযোগ সঠিক নয়। তবে বারেবারেই রোগীপক্ষের লোকজন দুর্ব্যবহারের যে অভিযোগ তুলছেন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। কেন বারবার দুর্ব্যবহারের অভিযোগ উঠছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

Like Us On Facebook