আসানসোল স্টেশনে হাওড়া রাজধানীকে ফ্ল্যাগ অফ করে স্টপেজের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি৷ সোমবার আসানসোল স্টেশনে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শহরের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, ডিআরএম পিএন মিশ্রা সহ আরও অনেকে৷
এদিন সৌজন্যতা দেখিয়ে বক্তব্য রাখার জন্য বাবুল মেয়রকে প্রথমে মাইক ছেড়ে দেন৷ এদিনের মঞ্চে মেয়র বলেন শহরের পার্ক হিসাবে শতাব্দির উন্নয়নে রাজ্য সরকার তথা পুরসভা দুকোটি টাকা খরচ করতে প্রস্তুত৷ সেই দায়িত্ব রেলের পক্ষ থেকে পুরসভাকে দেওয়া হোক৷ যদিও পরবর্তী ক্ষেত্রে বাবুল বলেন শতাব্দি পার্ককে ঢেলে সাজাতে ইতিমধ্যে ৩৬লক্ষ টাকা খরচ হয়েছে৷ কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব রেলেরই থাক৷ তবে অনুষ্ঠানের শেষ দিকে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সৌজন্যতা বজায় থাকেনি৷ অনুষ্ঠান চলাকালীন বাবুল ও মেয়রের অনুগামীরা বসচা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে রেল পুলিশ ও আরপিএফের দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে চার নম্বর প্ল্যাটফর্মে রাজধানী এলে ফ্ল্যাগঅফ করে দাঁড় করান কেন্দ্রীয় মন্ত্রী ও মেয়র৷ এবং সেই ট্রেনেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান বাবুল সুপ্রিয়৷