এসপি পরিচয় দিয়ে অভিনব কায়দায় এক মহিলার সোনার গয়না হাতানোর অভিযোগ উঠল চার প্রতারকের বিরুদ্ধে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ঘোড়দৌড়চটি এলাকায়। ঘটনার কথা জানিয়ে পুষ্প দাস নামে এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের চিহ্ণিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
পুষ্পদেবী জানিয়েছেন, রোজকার মতো তিনি ঘটনার দিন বিকেলে জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটতে বের হয়েছিলেন। ঘোড়দৌড়চটি এলাকায় একটি বিয়েবাড়ির কাছে হঠাৎই দুটি বাইকে চার যুবক এসে তাঁর সামনে দাঁড়ায়। তার মধ্যে একজন পুলিশের পোষাক পড়েছিল। সে নিজেকে এসপি পরিচয় দিয়ে বলে আলিশা থেকে পুলিশ লাইন পর্যন্ত চুরি ছিনতাই হচ্ছে। তাই চেকিং চলছে। গয়না পড়ে রাস্তায় বের হওয়ার জন্য তাঁকে বকাঝকাও করে পুলিসের পোষাক পড়া প্রতারক। এরপর তারা সমস্ত গয়না খুলে দিতে বলে। পুলিশ ভেবে তিনি তাঁর সোনার গয়না খুলে ফেলেন। এরপর এসপি পরিচয় দেওয়া ব্যক্তি তাঁর হাত থেকে গয়নাগুলি নিয়ে একটি কাগজের প্যাকেটে ভরে আবার প্যাকেটটি পুষ্পদেবীর হাতে তুলে দেয়। তারপর তাঁকে বাড়ি ফিরে যেতে বলে প্রতারকরা। ফেরার পথে সন্দেহ হওয়ায় তিনি প্যাকেটটি খুলে দেখেন তার মধ্যে কোন গয়না নেই, রয়েছে কিছু মোড়ানো কাগজ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুষ্পদেবী ঘটনাস্থলে ফিরে খোঁজখবর করে প্রতারকদের কোন হদিস পাননি। শুক্রবার ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় আভিযোগ দায়ের করা হয়। কিছুদিন আগে দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় এই ধরণের প্রতারণার ঘটনা নজরে আসে। কোন ক্ষেত্রে পুলিশ সেজে আবার কোন কোন ক্ষেত্রে গয়না পরিষ্কার করার নামে গয়না হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।